Mithu mukherjee biography of donald
Born on 19 June, in Calcutta, Mithu Mukherjee debuted in films with Shesh Parba in , directed by Chitta Bose.
Mithu Mukherjee is a former Indian actress who appeared in Hindi as well as Bengali cinema.!
মিঠু মুখার্জি (অভিনেত্রী)
মিঠু মুখার্জী (ইংরেজি: Mithu Mukherjee) হলেন হিন্দি ও বাঙালি সিনেমাতে অভিনয় করেছেন এমন একজন প্রাক্তন ভারতীয় অভিনেত্রী।[১][২][৩][৪] ১৯৭২ সালে তিনি চিত্তো বোসের পরিচালিত বাঙালি চলচ্চিত্র "শেষ পর্ব " -[৫][৬][৭] এ আত্মপ্রকাশ করেন ।দীনেন গুপ্তের মর্জিনা আবদুল্লাহ(১৯৭৩)-য় মর্জিনার ভূমিকা পালন করার পর তিনি নিশিকন্যা (১৯৭৩), মৌচাক (১৯৭৫), স্বয়ংসিদ্ধা (১৯৭৫),,হোটেল স্নো ফক্স (১৯৭৬), ভাগ্যচক্র (১৯৮০) এবং সন্ধি (১৯৮০)-র মতো বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। দুলাল গুহের খান দোস্ত (১৯৭৬)-র মাধ্যমে তার বলিউডের অভিষেক ঘটে। বক্স অফিসে তার দুজনে (১৯৮৪) ছবি বাণিজ্যিকভাবে ব্যর্থ হলে, তিনি ছয় বছর অবসর যাপন করেন [৮] এবং চন্দ্র বারোটের বাণিজ্যিকভাবে সফল নাট্য চলচ্চিত্র আশ্রিতা (১৯৯০)-র মাধ্যমে [৯] রূপালি পর্দায় ফিরে আসেন।
কর্মজীবন
[সম্পাদনা]মুখার্জি ১৯৭২ সালে চিত্ত বোস পরিচালিত বাংলাশেষ পর্ব নির্মিত বাংলা ছবিতে আত্মপ্রকাশ করেন। এরপর দীনেন গুপ্তর